চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে স্বাস্থ্যবিভাগ। তবে জেনারেল হাসপাতালে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অক্সেফোর্ড অ্যাস্ট্রেজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকা যথারীতি চলবে।
বুধবার (১১ আগস্ট) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আরএমও ডা. তানজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. আবদুর রব মাসুম পূর্বকোণকে বলেন, জেনারেল হাসপাতালে করোনা টিকা কার্যক্রমে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অক্সেফোর্ড অ্যাস্ট্রেজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকা যথারীতি চলবে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আজ থেকে মডার্না ও সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ভ্যাকসিন আসলে শীঘ্রই দ্বিতীয় ডোজ চালু করা হবে। অ্যাস্ট্রাজেনেকার টিকা যথারীতি চলবে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এসএমএস পাওয়া সাপেক্ষে সবাই টিকা নিতে পারবেন। যারা এসএমএস পাননি অথবা ডিলিট হয়ে গেছে তারা আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন। তবে উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজ্জাদ হোসাইন বলেন, গতকাল আমরা অনেককেই টিকা দিতে পারিনি। আজ তাদের দেয়া হবে। তবে পর্যাপ্ত টিকা না থাকায় আগামীকাল থেকে বন্ধ থাকবে টিকা কার্যক্রম। কিন্তু কোভিশিল্ডের টিকার দ্বিতীয় ডোজ চালু থাকবে।
চস/আজহার