spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফ্লাইওভার পরিদর্শনে চসিক মেয়র

নির্মাণ ত্রুটির কারণে ফ্লাইওভারের পিলারে ফাটল

নির্মাণ ত্রুটির কারণে চট্টগ্রামের বহদ্দারহাটে এমএ মান্নান ফ্লাইওভারের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আজ (২৬ অক্টোবর) বহদ্দারহাটে ফ্লাইওভারের পিলারের ফাটল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সিটি মেয়র বলেন, ‘ফ্লাইওভারের নির্মাণ কাজ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আমরা আজকেই সিডিএকে চিঠি দেব পিলারে ফাটলের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে ফাটলটা সৃষ্টি হয়েছে তা দেখে হতবাক হয়েছি। এই ফ্লাইওভারে আগেও গার্ডার ধসে দুর্ঘটনা ঘটেছে। সে সময় কয়েকজন মারা গিয়েছিল।

রেজাউল করিম চৌধুরী বলেন, তবে কী কারণে ফাটল দেখা দিয়েছে তা বিস্তারিত তদন্ত করে বলা যাবে। সিডিএ-কে চিঠি দেওয়া হবে, কারণ তাদের তত্ত্বাবধানে ফ্লাইওভারের কাজ হয়েছে। ওনারা ফাটলের বিষয়ে ব্যবস্থা নেবেন। যেসব ঠিকাদার এখানে কাজ করেছে তাদের ত্রুটি আছে কি না তা খুঁজে বের করবে সিডিএ। আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব।

মেয়র বলেন, ফ্লাইওভারের মূল নকশায় র‌্যাম্পের ডিজাইন ছিল না। এটা পরে সিডিএ বর্ধিত করেছে। ফ্লাইওভার যারা করেছে তারাই নির্মাণ ত্রুটির কারণ খুঁজে বের করবে। এরপর মেরামত বা যাই করা হবে তারাই করবে।

এদিকে, বহদ্দারহাট মোড়ের র‌্যাম্পের এলাকায় গিয়ে দেখা যায়, দুটি পিলারের উপরের অংশে ফাটল দেখা দিয়েছে। পিলারগুলোর চারপাশেই ফাটল দেখা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss