চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ও আজ বুধবার ভোরে হালিশহর ও কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সীতাকুণ্ডের সলিমপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে ইকবাল হোসেন (৩২), রাউজানের ৬ নম্বর ইউপির পশ্চিম বিনাজুরি গ্রামের সুবল চন্দ্র দত্তের ছেলে পুলক দত্ত (৪৬) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগনার্থদিঘী ইউপির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুল মাবুদ (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হালিশহর থানার আই ব্লক এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ ইকবাল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আজ বুধবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চস/আজহার


