spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৃত্যু-শনাক্তহীন দিন দেখলো চট্টগ্রাম

মহামারি করোনায় চট্টগ্রামে গত একদিনে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৭৯২টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্তও হয়নি।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত একদিনে শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য চট্টগ্রামে। জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৫০ জন এবং মোট এক হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ছয়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫৭, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৪০, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে চার, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৭, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১টিসহ মোট ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss