spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘একাত্তরের স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র আজো থামেনি’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, ৭১-এ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল বিগত পঞ্চাশ বছরেও তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এসেও বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার জন্যন নানামুখী অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর লালদীঘি চত্বরে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

চট্টগ্রাম জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যেে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, আলহাজ্ব ফোরকান উদ্দিন, মহানগর যুগ্ম সম্পাদক মো. সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহেদ মুরাদ শাকু, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, নুরুল হুদা চৌধুরী, ডা.ফজলুল হক সিদ্দিকী, উপাধ্যরক্ষ চন্দন দত্ত, কামাল হোসেন রিজভী, মোহাম্মদ কামাল উদ্দিন, দীপন দাশ, মঈনুল আলম খান, আলহাজ্ব নাজিম উদ্দিন, সরোয়ার আলম চৌধুরী মনি, রাজীব চন্দ, নুরুল হোসেন মাসুদ, ফারজানা আকতার মিলা, সোহেল ইকবাল, ইসমে আজিম আসিফ, শীলা চৌধুরী, উজ্বল দাশ, আবিদ হাসান, ভাষ্কর দেব, আশরাফ খান, এস.এম রাফি, অসীম দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার আঁচল চক্রবর্তী, ডা. কাকলী তালুকদার, মাহিদুল ইসলাম, ইকবাল করিম, শাহাদাত টিপু, অঞ্জন সেন প্রমুখ। এসময় জাতির মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss