spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাজুস চট্টগ্রামের নেতারা শপথ নিলেন

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে নগরের জিইসির বনজৌর রেস্টুরেন্টে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন (২০২১-২৩) বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন।

বাজুস চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মানিক, বাজুস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা। সঞ্চালনা করেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার হিরন্ময় ধর।

কোরআন তেলাওয়াত করেন হাজি মো. নুরুল হক। গীতার শ্লোক পাঠ করেন দিলীপ কুমার ধর।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss