spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাইনবোর্ড বাংলায় না লেখায় জরিমানা ২২ হাজার টাকা

নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউতে চসিকের নির্দেশনা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় দ্য সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভিআইপি ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা, লিগ্যাসি ফার্নিসারকে ২ হাজার টাকা, রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
একই অভিযানে পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকার সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রেফ্রাইজেশনকে ৫০০ টাকা জরিমানা করা হয় ।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অংশ নেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss