spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে শূন্য মৃত্যুর দিনে শনাক্ত ৫৩০

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৩৩২ জন, বোয়ালখালীর ৩৪ জন, মিরসরাইয়ের ২৩ জন, লোহাগাড়ার ২১ জন, হাটহাজারীর ১৭ জন, সাতকানিয়ার ১৬ জন, রাউজানের ১৬ জন, পটিয়ার ১৫ জন, বাঁশখালীর ১১ জন, ফটিকছড়ির ১০ জন, আনোয়ারার নয়জন, চন্দনাইশের আটজন, সীতাকুণ্ডের সাতজন, সন্দ্বীপের ছয়জন ও রাঙ্গুনিয়ার পাঁচজন রয়েছেন।

এর আগে, রোববার ৩৬১, শনিবার ৫৭৪, শুক্রবার ৫৩৯, বৃহস্পতিবার ৫৮০, বুধবার ৫৪৯ ও মঙ্গলবার ৭২৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৮৮ হাজার ৯৪৫ জন ও উপজেলা পর্যায়ে ৩৩ হাজার ১৬৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ১১১ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৫৯ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৫ জন রয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss