spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবিতে বিলুপ্ত ‘রাজ গোখরা’ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাড়ে ৪ কেজি ওজনের প্রায় ১২ ফুট লম্বা একটি রাজ গোখরা সাপ উদ্ধার করেছে স্নেক রেস্কিউ টিম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাপটি উদ্ধার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের গবেষক আব্দুল ওয়াহেদ পিলু বলেন, এ প্রজাতির সাপ বিলুপ্ত প্রায় এবং বিষাক্ত। সাপটিকে উদ্ধার করে চমক ভেনম রিসার্চ নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রজাতির সাপ আমাদের ভেনম সেন্টারে সংরক্ষণ নেই। তারপরও আপাতত সাপটি সংরক্ষণ করছি না। এটি মূলত গভীর জঙ্গলে বসবাস করে। সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পুনরায় আবারও জঙ্গলে উন্মুক্ত করে দেওয়া হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউট থেকে ১২ ফিট লম্বা অজগর উদ্ধার করে স্নেক রেস্কিউ টিমের সদস্যরা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss