spot_img

৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে ডাকাতি করতে এসে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতির উদ্দেশ্যে ট্রাক নিয়ে এসে পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়েছে তিন ডাকাত। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এসময় ডাকাতদলের ব্যবহৃত একটি মিনি ট্রাক, ২ রাউন্ড কার্তুজ, ১টি দেশীয় তৈরি এলজি, ২টি কিরিচ, ১টি ছোরা, ১টি লাঠি ও দড়ি পাওয়া গেছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কানুনগোপাড়া-পটিয়া সড়ক থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে দাশের দিঘির পাড় এলাকায় একটি মিনি ট্রাক পটিয়া থেকে বোয়ালখালীর দিকে আসছিল। ট্রাকে ৭/৮ জন লোক ছিল। চেক পোস্টের দায়িত্বরত পুলিশ সদস্যরা ট্রাকটিকে দাঁড়ানোর সংকেত দিলে তারা তা অমান্য করে দ্রুত গতিতে চলে যায়। তাদের পিছু ধাওয়া দিলে কানুনগোপাড়া মোড় এলাকায় ট্রাকটি রেখে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি বলেন, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম আজাদ (৪৫), শামসু রহমান শান্ত (৩৫) ও মোজ্জাফর (৪৫) বলে জানিয়েছে। তারা সকলে নগরীর চান্দগাঁও এলাকায় থাকে। তাদের নাম ঠিকানা যাচাই করে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss