ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপি এর তত্ত্বাবধানে প্রথমবারের মত এই জমকালো কনসার্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ইতোমধ্যেই সর্ম্পূন আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
উক্ত কনসার্টে অংশ নিবেন আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পী।
প্রতিবছর ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম চট্টগ্রামে এই কনসার্ট আয়োজন হচ্ছে। উক্ত আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান । তিনি বলেন জয় বাংলা মন্ত্রে তরুণদের একতাবদ্ধ করতে ৭ মার্চ আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। আমাদের সব ধরণের প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি চট্টগ্রাম বাসীকে আমরা তাদের কাঙ্খিত কনর্সাট উপহার দিতে পারব।
চস/আজহার