শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে এক কেজির বেশি ওজনের স্বর্ণ জব্দ করেছেন এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে এসব স্বর্ণ এনেছিলেন তারা।
যাত্রীরা হলেন- কক্সবাজারের চকরিয়ার মোবারক আলী, সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ।
সোমবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক।
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে সকাল পৌনে সাতটায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান তিন যাত্রী। সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে ওই তিন যাত্রীর কাছ থেকে এক কেজির বেশি ওজনের স্বর্ণ জব্দ করা হয়। তারা এই স্বর্ণ কাপড়ে পেস্টিং করে কম্বলের ভিতরে মুড়িয়ে সুকৌশলে বহন করছিলেন।
চস/আজহার