বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায় আগুনে পুড়ে গেছে ১টি মুদির দোকান। বুধবার (১৫ মে) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গোলক মুন্সির হাটে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো.সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মো.তুষারের মুদির দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩লাখ টাকার সম্পদ রক্ষা করা গেছে বলেও জানান তিনি।
চস/স