চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু পারাপারে যানবাহন থেকে টোল আদায় বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে বিএনপি’র লিগ্যাল এইড কমিটি কর্ণফুলী উপজেলা শাখা।
কমিটির আহ্বায়ক এডভোকেট এস এম ফোরকান ও সদস্য সচিব এডভোকেট গোলাম মোর্শেদ এ সংক্রান্ত আবেদন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে হস্তান্তর করেন।
আবেদনে উল্লেখ করা হয়, দিন দিন চট্টগ্রাম মহানগরে জনসংখ্যা বাড়ছে। সেই তুলনায় স্বল্পআয়ের মানুষের বাসস্থান অপ্রতুল। শহরে অস্বাভাবিক হারে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখানে ভূমিস্বল্পতার কারণে কর্ণফুলী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ উপজেলায় স্বল্পআয়ের মানুষের জন্য পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা জরুরি। কিন্তু কর্ণফুলী শাহ আমানত সেতু পারাপারে টোল আরোপ থাকায় দক্ষিণ জেলায় বসবাসরত জনসাধারণের যাতায়াত খরচ বেড়েছে।
এতে বলা হয়, কর্ণফুলী উপজেলার বাসিন্দাদের পড়ালেখা, পেশাগত ও পারিবারিক কাজে দৈনিক একাধিকবার চট্টগ্রাম শহরে যাতায়াত করার ক্ষেত্রে শাহ আমানত সেতু পারাপারে আরোপিত টোলের কারণে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়। একইভাবে শাহ আমানত সেতুর ওপর আরোপিত টোলের কারণে কর্ণফুলী উপজেলার বাসিন্দারা ব্যক্তিগত গাড়ি ব্যবহারে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
আবেদনে বলা হয়, টোল আদায় বন্ধ করা হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষসহ কর্ণফুলী উপজেলার বাসিন্দারা সহজে নিজ বাড়িতে বসবাস করে চট্টগ্রাম শহরের কর্মস্থলে যাতায়াত করতে বা অন্যান্য কাজে শহরে আসা-যাওয়া করতে সক্ষম হবেন। এতে শহরের আবাসিক সংকট অনেকাংশে লাঘব হবে।
আবেদনে আরও বলা হয়, এছাড়া সেতু পারাপারে টোল আদায় বন্ধ করা হলে চট্টগ্রাম দক্ষিণ জেলায় লোকজনের বাসযোগ্য আবাসিক এলাকা গড়ে তোলার মাধ্যমে চট্টগ্রাম সিটির নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্পআয়ের লোকজনের আবাসিক সংকট নিরসন করা সহজ হবে।
চস/আজহার