spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রিপন বড়ুয়া বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রনজিত বড়ুয়ার ছেলে।

বুধবার (২২ জানুয়ার) রাত ৮টার দিকে ব্রিজের গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা। সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে এসব অবৈধ সিগারেট এনে রিয়াজউদ্দিন বাজারে সাপ্লাই দিতে নিয়ে যাচ্ছিলেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss