চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে নিহতদের স্বজনের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
বন বিভাগ জানায়, হাতির আক্রমণে নিহত ২ ব্যক্তির পরিবার, আহত ৬ জন এবং পরিসম্পদ ক্ষতিগ্রস্ত ৪৩ জনকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। তাদের মোট ২৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ও বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য।
চস/আজহার