spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ চট্টগ্রাম প্যারেড ময়দানে বয়ান করবেন আজহারী

চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে আজ বয়ান করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। নগরীর প্যারেড ময়দানে মাহফিলটি আয়োজন করেছে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ, যেখানে প্রথমবারের মতো দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুপস্থিতিতে এই বৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের জন্য এটি এক বিশেষ আয়োজন। দীর্ঘ ২৯ বছর ধরে এই ময়দানে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর এই ঐতিহাসিক মাহফিল এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তাই এবারের আয়োজন ঘিরে চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এরআগে গত শনিবার চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিল আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়। মাহফিল সফল করতে এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করছে। মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মূল প্যান্ডেলে পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অতিথি ও সাংবাদিকদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের মাহফিলে মহিলাদের জন্য মূল মাঠে কোনো প্যান্ডেল রাখা হয়নি। তবে তাদের জন্য বিকল্পভাবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে মহিলাদের বসার এবং তাফসির শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্যান্ডেলে মহিলাদের জন্য প্রয়োজনীয় সেনিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

মাহফিলের শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে, পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছেন। আয়োজকরা আশা করছেন, এবারের মাহফিল ইসলামের শিক্ষা ও সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss