চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে দুইটি এলজিসহ মো. বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেলাল হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া এলাকার মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান।
তিনি জানান, পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনের রাস্তায় আমাদের নিয়মিত চেকপোস্টে অভিযান চলছিল। সকাল ১১টায় চেকপোস্টের সামনে একটি সিএনজি আটোরিকশাকে থামানো হয়। সিএনজির ভেতরে থাকা বেলাল নামে ওই যুবকের সাথে একটি বাজরের ব্যাগ ছিল। ওই ব্যাগে তল্লাশি চালিয়ে দুইটি এলজি উদ্ধার করা হয়। বেলাল সীতাকুণ্ড যাচ্ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।
চস/স