চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. নেজাম উদ্দীন, মো. আল আমিন, বাঁশী আর্চায্য, মো. জাবেদ হোসেন, মো. নাহিদুল হক, দেলোয়ার হোসেন, মিল্টন দাশ, ফখরুল ইসলাম, মো. শাহীন, মো. মানিক প্রকাশ রিয়াদসহ আরও অনেকে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চস/আজহার


