spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে অটোরিক্সা-মাহিদ্রা চালকদের সড়ক অবরোধ

অটোরিক্সা-মাহিদ্রা’র বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধ করেছেন চালকেরা। এতে মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে বাস-ট্রাকসহ শতশত গণপরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। এ সময় তারা ট্রাফিক পুলিশের মামলা বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে চালকরা সড়কে বসে পড়েন।

চালকরা বলেন, বিনা কারণে আমাদের মামলা দেওয়া হচ্ছে। ৫০০ টাকার মামলা এখন ৬ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে পুলিশেরা ঝামেলা করছে। এখন টাকা বেশি নিচ্ছে। এখন ডাবল মামলা দিচ্ছে। ১৫ বছর আগে ৫শ’ টাকা ১ হাজার টাকার উপর মামলা ছিল না। এখন ৫ হাজার টাকা-১০ হাজার টাকা, এমকি ১৫ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে। এটাতো জুলুমি মামলা। আমরা বলব এটি ডাকাতি মামলা। আমরা এসব মামলা থেকে বাঁচতে চাই।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১২ টায় কর্মসূচি স্থগিত করা হয়, বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ তাদের দায়িত্বটাই পালন করেছে। আইন অনুযায়ী সড়কে ডাবল স্ট্যান্ড ব্যবহার করলে মামলা দেওয়া হবে। সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করলে মামলা দেওয়া হবে না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss