spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ফুটপাত থেকে ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণ, ট্যাক্সিচালক গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ফুটপাত থেকে এক ভিক্ষুককে (৩৫) সিএনজি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চালক মো. আবদুল আলী (৫৫) ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, রাতে এক ভিক্ষুক নারী থানায় এসে বলেন, সিএনজি অটোরিকশাচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছেন। তাই তিনি একটু মানসিক সমস্যায় ভুগছেন। তাই প্রথমে আমরা সন্দেহে ছিলাম। পরে তিনি সিএনজির দুটো নম্বর আমাদের বলেন। এরপর আমরা ওই সিরিয়ালের সিএনজি খুঁজতে থাকি। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পরে ওই সিরিয়ালের একটি সিএনজি আমরা খুঁজে পাই। সিএনজির চালকের নম্বর ট্র‍্যাক করে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেন।

ওসি আরও বলেন, ভুক্তভোগী নারী ফুটপাতেই জীবনযাপন করেন। তার পরিবার-পরিজন নেই বলে আমাদের জানিয়েছেন। গত ১১ মার্চ তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss