spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

বায়েজিদে ‘ডিবি’ পরিচয়ে অপহৃত মামা-ভাগ্নে উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার টেক্সটাইল মোড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই অপহরণকারী হল- মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (২৮)।

সোমবার (১৭ মার্চ) নগরীর অক্সিজেন মোড় ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।

সিএমপির তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ রাতে মো. রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮) ও তার মামা মো. ফয়েজ উদ্দিন (২৫) মোটরসাইকেলে কাগজপত্র ফটোকপি করতে বের হলে, অজ্ঞাত ব্যক্তিরা তাদের অপহরণ করে এবং ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ভুক্তভোগীর মা এ বিষয়ে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটকে জানালে, পুলিশ ১৭ মার্চ অভিযান চালিয়ে প্রথমে ইসলাম সিদ্দিকী এবং পরে মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করে। এ ছাড়া অভিযানে মামা-ভাগ্নেকে উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের মোটরসাইকেল, একটি মানিব্যাগ ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা আর্থিকভাবে লাভবান হতে পূর্ব-পরিকল্পিতভাবে ডিবি পুলিশ পরিচয়ে ভিকটিমদের অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss