spot_img

৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে হত্যাসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনুকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ জুন) রাতে নগরীর পূর্ব শহীদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মজনুর বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদ নগরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মজনু বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। এরপর শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: বড়পোলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চট্টগ্রাম র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মজনুর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানা ও চট্টগ্রামের রাউজান থানায় হত্যা, নাশকতা, মাদক এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংশ্লিষ্ট মোট ১৩টি মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss