spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আগ্রাবাদে ল্যাপটপ, ফোন ও নগদ টাকা চুরির ঘটনায় মূল হোতাসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বারান্দার গ্রিল কেটে ল্যাপটপ, ফোন ও নগদ টাকা চুরির ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও আজিজুল হাকিম মাসুম।

গোয়েন্দা পুলিশ জানায়, আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের একটি ভবনের চতুর্থ তলার বাসিন্দা বেলাল উদ্দীন। গত ১২ জুন তার বারান্দার গ্রিল কেটে একটি ল্যাপটপ (ম্যাকবুক প্রো), একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে ডিবির একটি দল পরিদর্শনে গিয়ে জানতে পারে, ওই ভবনের আরেক বাসিন্দা আবুল কাশেমের ঘর থেকেও এক সপ্তাহ আগে তিনটি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা চুরি হয়।

এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে গতকাল শনিবার দিবাগত রাতে হালিশহর থানাধীন বইল্লা কলোনির একটি ঘর থেকে চোরচক্রের মূল হোতা আব্দুল আলীম প্রকাশ শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যমতে ইয়াছিন আরাফাত শাকিল ও আজিজুল হাকিম মাসুমকে হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি আজিজুল হাকিমের ইনসাফ এন্টারপ্রাইজ থেকে উদ্ধার করা হয়। ল্যাপটপটি আব্দুল আলিম প্রকাশ শাকিল ও ইয়াছিন আরাফাত শাকিল আজিজুল হাকিমের কাছে বিক্রি করেছিল। চোরাই অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss