হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক পরিধান না করায় ২০ জনকে ৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ্ এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায় , হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করে। এসময় মাস্ক পরিধান না করায় ২০ জনকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা সৃষ্টি করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
চস/আজহার