spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলছে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা দিয়ে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যদিও পুলিশ সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হচ্ছে। এখানকার সব কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বুলবুল আহম্মদ বলেন, সবগুলো কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকাল থেকেই কেন্দ্রে ভোট দিতে আসছেন ভোটাররা। প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স।

পৌর সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪,৮১৩ জন। এর মধ্যে পুরুষ ১৭,৮২৭ জন ও মহিলা ভোটার ১৬,৯৮৬ জন। ১৭টি কেন্দ্র ও ৯৮টি বুথ রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss