spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিরসরাইয়ে সাংবাদিকের গলায় ফাঁস দেওয়া লাশ

সুজন মন্ডল নামে এক সাংবাদিকের মরদেহ চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ কার্যালয়ে থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পৌরসভার মাতৃকা হাসপাতালের পাশেই সুজনের নিজস্ব অফিস। দুপুর থেকেই অফিসের দরজা বন্ধ ছিল। রাত ১০টার দিকে কয়েকজন দরজার ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মজিবুর রহমান জানান, ঘটনাটি আত্মহত্যা কিনা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন: কাল থেকে গণপরিবহন বন্ধ : কাদের

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজন হতাশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। তার মানসিক সমস্যাও ছিল।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss