চট্টগ্রামের রাউজান পৌরসভায় পুকুরে পড়ে মেশকাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মেশকাত ছত্রপাড়া ফয়েজ আলী মেম্বারের বাড়ির মনির আহম্মদের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। প্রায় ৩০ মিনিট পর তার মা ছেলের খোঁজ করলে বাড়ির পুকুর ঘাটের পাশে মেশকাতের জুতা ভাসতে দেখে। এরপর তাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে সুলতানপুর স্বাস্থ্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
চস/স


