spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শাহ আমানতে ২ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইনেসের একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৩৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টসম কর্তৃপক্ষ। এ ঘটনায় যাত্রী মো. ইলিয়াছকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম।

বুধবার (২ অক্টোবর) সকাল সকাল ১১টার দিকে ফ্লাই দুবাই এফ জেড- ৫৮৯ ফ্লাইটে মো. ইলিয়াছ নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম পূর্বকোণকে বলেন, বুধবার সকাল ১১টায় চট্টগ্রামে আসেন মো.ইলিয়াছ। আচরণ সসন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে স্বর্ণের বার নিয়ে আসার কথা স্বীকার করেন । পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৩৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, বিমানবন্দর দিয়ে সব ধরনের চোরাচালান, পাচার, রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে স্বর্ণের বার ধরা পড়েছে।

এ বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss