spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের মারধরে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ভূমি অফিস কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহত ব্যবসায়ীর আত্মীয় দীপা বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ব্যবসায়ী রিমন বড়ুয়া বাপ্পি পরিবার নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকার যোগে চট্টগ্রামের জামালখান যাচ্ছিলেন। প্রাইভেটকারটি মহাসড়কের সীতাকুণ্ড ভূমি অফিস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় ৪ থেকে ৫ জন ব্যক্তি গতিরোধ করে অস্ত্রের মুখে সবাইকে জিন্মি করে ফেলে। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা রিমন বড়ুয়া, তার স্ত্রী পাপিয়া বড়ুয়া ও চালককে পিটিয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি পার্শ্ববর্তী মিরসরাই থানা এলাকায় হওয়ার কারণে আজ বুধবার (২৯ ডিসেম্বর) আবারও ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss