spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজস্থলীতে সেনা সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটির রাজস্থলীতে খেয়্যানুচিং মারমা (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খেয়্যানুচিং মারমা সেনা সদস্য মন্জু তনচংগ্যার স্ত্রী।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়ার ডাকবাংলা চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বামী মঞ্জু তনচংগ্যা বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের কমান্ডো ব্যাটলিয়নের সদস্য হিসেবে কর্মরত আছেন। নিহত খেয়্যানুচিং ব্যাংক এশিয়া বাঙালহালিয়া শাখায় চাকরি করেন বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানান, নিজের রুমের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস দেয় খেয়্যানুচিং মারমা। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা চন্দ্রঘোনা থানায় খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে। তার পাশে একটি চিরকুট লেখা ছিল। পারিবারিক কলহের জের ধরে আআত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সকাল খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আআত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘরে নিহত খেয়্যানুচিং একাই থাকতো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss