spot_img

১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মানিকছড়িতে জিপগাড়ির চাপায় ২ স্কুলছাত্রের মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে জিপগাড়ির চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রাসাই মারমা (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- হাতিমুড়া এলাকার হ্যাংল্লা মগর ছেলে উগ্যজাই মগ (১২) ও ডেপুয়াপাড়া এলাকার মৃত চাউথোই মারমার ছেলে রাজু মারমা (১৫)। আহত রাসাই মারমা ফরিকনালা এলাকার মৃত থোয়াইচাই মারমার ছেলে।

গুরুতর আহত অবস্থায় রাসাই মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত উগ্যজাই মগ হাতিমুড়া জুনিয়র হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং রাজু মারমা উপজেলা সদরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের সুইজাই কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে আনারসের চলতি মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে হাতিমুড়া এলাকার বাগানগুলোতে। আর তাই এলাকার স্কুলে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী আনারস বাগানে কাজ করে বাড়তি আয়ের সুযোগ কাজে লাগাচ্ছেন। তাদেরই দুজন স্কুল পড়ুয়া নিহত উজাই মগ ও রাজু মারমা। আনারস বোঝাই জিপটি যখন টিলায় উঠছিল, ঠিক তখন তারা দুজন গাড়ির পেছনে হেঁটে হেঁটে আসছিল। টিলার মাঝ পথে জিপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ছুটতে থাকে। এসময় গাড়ির পেছনে থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।’

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss