চট্টগ্রামের বাঁশখালীতে ২টি ওয়ানশুটারগানসহ দুই ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মো.আব্দুল হালিম ওরফে বাচ্চু (৩৮) ও মো. সাগর (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর পৌনে ৫টায় ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ‘বুধবার ভোরে ছনুয়া ইউপির খুদুকখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল হালিমের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চস/স


