spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে স্টাফ কোয়ার্টার থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ‘সী কক্স’ হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের ধারণা, মারা যাওয়া যুবক আত্মহত্যা করে থাকতে পারেন।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত খালেদ আশরাফ বাপ্পি কক্সবাজারের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র একই সঙ্গে ‘সী কক্স’ হোটেলে খন্ডকালীন চাকরি করতেন।

হোটেলটির রিজার্ভেশন অফিসার অর্ণব বলেন, ‘হোটেল থেকে কিছু দূরে হোটেলের স্টাফদের কোয়ার্টার। ওখানে স্টাফরা রাত্রিযাপন করেন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় কোয়ার্টারটিতে কেউ ছিল না।’

সদর থানার উপ-পরিদর্শক রিয়াজ বলেন, ‘লাশটি হাসপাতালে ছিল। সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি হোটেল ‘সী কক্সের’ ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সেখানকার কর্মীরা। পরে তারা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনাস্থলে এসে রুম তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল জব্দ করি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম জানান, ‘মারা যাওয়া ব্যক্তির লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পারি। এরপরও যদি কোনো অভিযোগ পাই তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss