চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারাধন চৌধুরীর (৬৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় চিন্তাহরণ চৌধুরীর ছেলে।
আজ বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে তার বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে বিলে হারাধনের লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাজনৈতিক নেতা হিসেবে হারাধন মেম্বারের অনেক শত্রু ছিলেন বলেও তারা জানান।
নিহতের মেয়ে পুষ্পিতা চৌধুরী বলেন, রাতে ঘর থেকে বাবা বের হয়ে আর ফিরে আসেনি। রাজনৈতিক মামলার কারণে বাবা প্রায় সময় পুলিশের ভয়ে থাকত।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদু্ল্লাহ হারুন রিপন জানান, হারাধন মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম সম্পাদক। কয়েক মাস আগে দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। মঙ্গলবার রাতের অন্ধকারে তাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখা হয়। রাজনৈতিক কারণে মেম্বার হয়েও তিনি কখনও পরিষদে যেতে পারেননি।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফররুখ আহমেদ মিনহাজ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
চস/স


