spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুলিশ সদস্যের বিরুদ্ধে চুয়েটের ২ ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ

এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) এর দুই ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সেই সদস্যের নাম শফিকুল ইসলাম।

গতকাল বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সন্ধ্যায় এক রেস্তোরায় নাস্তা করার সময় পাশের টেবিল থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। এরপর সেখান থেকে বেরিয়ে আসার পরও ইভটিজিং করার চেষ্টা করেন।

এসময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “পুলিশ কর্মকর্তাগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন, উক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ”

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, “তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে৷ ”

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss