spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

কথা কাটাকাটি ও পূর্বশত্রুতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে তা চবির শাহজালাল ও শাহ আমানত হলে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে জড়ানো পক্ষ দুটি হলো- শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন।

আহতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মির্জা সফল প্রধান, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমন, রাজনীতি বিজ্ঞান বিভাগের শেখ রাসেল, ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আজহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ তানভীর, সংস্কৃত বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের সামিউল হক ও দীপন, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আজাদ, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইখলাস, লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোহান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাগর এবং চবি নিরাপত্তা দফতর প্রধান মো. আব্দুর রাজ্জাক। এছাড়া আরও বেশ কয়েজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চবি মেডিক্যাল সেন্টারের প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আহত হয়ে মেডিক্যালে আনুমানিক ১৫-২০ জনের মতো চিকিৎসা নিতে এসেছেন। আহতদের মধ্যে বেশিরভাগের মাথায় পাথরের আঘাত লেগেছে। আমরা তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের পাশে সিক্সটি নাইনের অনুসারী মির্জা সফল প্রধানের সঙ্গে সিএফসি গ্রুপের কর্মী মেহেদি হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়ান। এতে মির্জা সফল প্রধান আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে শাহ আমানত হলে সিএফসি গ্রুপ ও শাহজালাল হলে সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা অবস্থান নিয়ে একে-অপরকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উভয় পক্ষ বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, মির্জা সফল প্রধান নামের এক ছাত্রলীগ কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।

শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, সাংগঠনিক কাজে আমি চট্টগ্রামের বাইরে আছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি আমরা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss