রাঙামাটির জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. সাগর আহম্মদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন ঢাকা রামপুরার মনিয়া মুন (২৯), বর্না আক্তার (৩২), নুর নাহার (২৫), লিটু (৩২) ও দিদার হোসেন (২৬)।
বুধবার (১৯ অক্টোবর) সকালে সাজেক ইউনিয়নের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁদের গাড়িতে করে পর্যটকরা সাজেক ঘুরে আজ সকালে খাগড়াছড়ি ফিরছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির ছাদে থাকা পর্যটক সাগর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ৫ পর্যটক। দুর্ঘটনায় হতাহতরা সবাই ঢাকা থেকে এসেছিলেন বলে জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, আমরা জানতে পেরেছি সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে একজন মারা গেছেন। এ সময় ৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
চস/স


