spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

খেলা দেখার সময় অসুস্থ হয়ে কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

কুমিল্লায় টিভিতে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার ফুটবল খেলা দেখার সময় অসুস্থ হয়ে মারা গেছেন কাউসার জাভেদ কাকন (৫০) নামের এক আর্জেন্টিনা সমর্থক। তিনি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসের গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

কাকনসহ একই বাড়ির আরও কয়েকজন একসঙ্গে আজ মঙ্গলবার বিকেলে আবু নাসেরের বাসায় টিভিতে কাতার ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা দেখছিলেন। খেলা চলাকালে কাকন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই তিন সন্তানের বাবা। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। সম্প্রতি সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে হৃদরোগসহ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আমার ভাই কাকন। খেলা চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হলে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই, সেখানে তিনি মারা যান। তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তবে ভাইয়ের মৃত্যুর সঙ্গে আর্জেন্টিনার পরাজয়ের কোনো সম্পর্ক নেই।’

চস/আজহার

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss