spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডে বিস্ফোরিত সীমা অক্সিজেন প্ল্যান্টের নেই অনুমোদন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের সেফটি প্ল্যান অনুমোদন নেই। সোমবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ–সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।

তিনি বলেন, সীতাকুণ্ডে একাধিক অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। তবে সীমা অক্সিজেন প্ল্যান্টসহ অধিকাংশ প্ল্যান্টে ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান অনুমোদন নেই। সীমা অক্সিজেন কর্তৃপক্ষ সেফটি প্ল্যানের অনুমোদনের জন্য আবেদন করলেও এখনো অনুমোদন পায়নি।

সীমা অক্সিজেন প্ল্যান্ট ছাড়াও সীতাকুণ্ডে যেসব অক্সিজেন প্ল্যান্ট রয়েছে সেগুলো হলো- কুমিরায় কে আর অক্সিজেন লিমিটেড, বারআউলিয়া এলাকায় মদিনা অক্সিজেন, জিরি অক্সিজেন, চৌধুরীঘাটা এলাকায় রিগ্যাল অক্সিজেন, মদনহাট এলাকায় এসএল অক্সিজেন ও কদমরসুল ব্রাদার্স অক্সিজেন। এছাড়া বন্ধ রয়েছে আরও ৪টি অক্সিজেন প্লান্ট।

এদিকে বিস্ফোরণের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেছেন, ‘ঘটনাস্থল ভিজিট এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমাদের প্রাথমিক ধারণা—অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি আন্ডার ইনভেস্টিগেশন, নট ফাইনাল।’

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কিছু আলমত জব্দ করা হয়েছে।

অক্সিজেনের বোতলের পাশে কার্বন ডাই–অক্সাইড সিলিন্ডারের বোতলও দেখেছি। কিন্তু এই বোতল রাখা তাদের অনুমোদন নেই। দ্রুত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হবে। আগামীতে এ রকম দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। প্ল্যান্ট চালানোর ক্ষেত্রে মালিক বা শ্রমিকদের কোনো গাফিলতি ছিল কিনা তদারকি করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলপুরের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss