spot_img

৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসী

উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। গ্রেপ্তার জুনায়েদ (১৯) সাব ব্লকের মেইন ব্লক-সি’র এলাকার আব্দুর রহমানের ছেলে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ইরানি পাহাড় ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়ার ইরানি পাহাড় ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে এপিবিএনের একটি দল। অভিযানে ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- একটি ওয়ান শুটারগান, রিভলবারের ৭টি গুলি, শটগানের ৪টি কার্তুজ, রাইফেলের ১৩টি গুলি ও রাইফেলের ১৯টি গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুনায়েদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss