spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় ২ বাস ভাঙচুর, আরেকটিতে আগুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় পার্কিংয়ে থাকা দুটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এবি ট্রাভেলস নামে ওই বাসসহ একই নামে আরও দুটি বাস ভাঙচুর করা হয়। ওই স্থানে বাসগুলো পার্কিংয়ে রাখা ছিল। তবে বাসে কোনো লোকজন ছিল না।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় মামলা হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোররাতে একই ইউনিয়নের আধুরপাড়া এলাকায় পাথরবোঝাই দুটি ট্রাকে আগুন ও পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুড়ে দেয় দুবৃর্ত্তরা। দুটি ঘটনায় থানায় মামলা হয়। এ ধরনের নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি চন্দন কুমার চক্রবর্তী ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss