spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে কয়েলের আগুনে পুড়ল ৬ দোকান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে আশরাফ আলী মার্কেটে আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ৩টায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ না থাকাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- ফজল কাদেরের মুদির দোকান, মো. ইসমাইলের মুদির দোকান, নুর হোসেনের হোমিওপ্যাথিকের দোকান, নুরুল কবিরের চায়ের দোকান, মহিউদ্দিনের ফার্মেসি ও একটি সেলুনের দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। পানি ছিটিয়ে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ৬‌টি দোকানের মালামাল পুড়ে গেছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss