spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ ১৩ পুলিশ করোনায় আক্রান্ত

চট্টগ্রামে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ ১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় আরও চার চিকিৎসকসহ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫১২ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়, ৪৯ জনের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৩৮ জন এবং বাকি ১১ জন ভিন্ন জেলার বাসিন্দা।

আরো পড়ুন: চট্টগ্রামে আরও ৯৫ জন করোনায় আক্রান্তের হয়েছেন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
সিভাসু ল্যাবে বুধবার মোট ৪৬ টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে জানিয়ে সিভিল সার্জন বলেন, এর মধ্যে চট্টগ্রাম জেলার ১২ জন এবং বাকিরা ভিন্ন ভিন্ন জেলার।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss