spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রবল বর্ষণে বান্দরবানে পাহাড় ধস

টানা বৃষ্টি আর প্রবল র্বষণের কারণে বান্দরবানের থানচি, রুমা সড়কসহ বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। তবে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতরি খবর পাওয়া যায়নি।

এদিকে, প্রবল বর্ষণের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যান’স ল্যান্ডের অস্থায়ী রোহিঙ্গা শিবিরটি পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। ডুবে গেছে শিবিরের ঘরবাড়ি। রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে পাশের উচুঁ স্থানের পাহাড়ে। রোহিঙ্গা শিবিরটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে প্রায় ৪ হাজার রোহিঙ্গা।

ইউপি সদস্য আবদুর রহিম জানান, শনিবার থেকে টানা বর্ষণের কারণে রোহিঙ্গা শিবিরে তুমব্রু খালের পানি প্রবেশ করায় সেটি তলিয়ে গেছে। রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছটিয়ে রয়েছে।

পাহাড় ধসের আশংকায় বান্দরবানে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ হতে মাইকিং করা হচ্ছে। প্রাণহানি ঠেকাতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনদের নিরাপদ জায়গায় সড়ে যেতে বলা হচ্ছে।

পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়তে থাকায় থানচি ও রুমা উপজেলার বেশ কিছু দুর্গম জায়গায় পর্যটকদের চলাচলে সতর্কতা জারি করেছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে বান্দরবানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। সাগরে লঘুচাপের কারণে গত দু’দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে বান্দরবান ও তার পাশ্ববর্তী অঞ্চলে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss