টেকনাফে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ৩ কারবারিকে আটক গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী মৃত জানে আলমের ছেলে মো. রাশেদুল হক (৩৬), মৃত সুলতান আহমদের ছেলে মো. হোসেন (২৬), লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪’র মৃত আবদুল হাকিমের পুত্র মো. ইউনুস (৩৮)।
এ সময় মাদক বহনের দায়ে একটি জীপ গাড়িও জব্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩০ অক্টোবর বিকালে টেকনাফ উপজেলা পরিষদের মেইন গেটের সামনে অভিযান পরিচালনা করে ১৮ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি জীপ গাড়ি, ৩টি মোবাইল, মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৮০ জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চস/আজহার


