করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন- ফরহাদ হোসাইন (৩৩) ও আমিরুল আজিজ (৫৩)।
মৃত ফরহাদ হোসেন বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকার আব্দুস সালেহ এর ছেলে। অপরজন আমিরুল আজিজ বহদ্দারহাট এলাকার বাসিন্দা।
শনিবার (৬ জুন) সকাল ৮টা ২৫ মিনিটে এবংবেলা ১২টার দিকে এই দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।
তিনি জানান, আজ আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ হোসাইন ও আমিরুল আজিজের মৃত্যু হয়।
চস/আজহার