spot_img

১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী থানার রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো.মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মোক্তার হোসেন (৪০) উত্তর জলদীর মৃত আজম উল্লাহ’র ছেলে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ প্রকাশ মিয়ার স্ত্রী রিপু আক্তার। তারা এবং মামলার আসামিরা নিকটাত্মীয়। আসামিদের সঙ্গে ভিকটিমের বাপের বাড়ির লোকজনের সম্পত্তির বিরোধ ও মামলা চলছে। ঘটনার ২দিন পূর্বে রিপু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত ২৩ অক্টোবর বাড়ির উঠানে হাঁটার সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রিপু প্রতিবাদ করায় তাকে লাঠি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করে। চিৎকারে আসামিরা পালিয়ে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানার রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো.মোক্তার হোসেনকে পৌরসভার উত্তর জলদী কাজী মসজিদ এলাকা থেকে রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss