spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা আক্রান্ত সংসদ সদস্য মোছলেমসহ পরিবারের সদস্যদের ঢাকায় নেয়া হচ্ছে

করোনায় আক্রান্ত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের মোট ১০ জন সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, আক্রান্ত সবাই ঢাকার পথে রওনা হয়েছেন। কোথায় ভর্তি হবেন, সেটা এখনো ঠিক হয়নি।
মোছলেম উদ্দিনের ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, ঢাকায় গিয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হতে পারেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। মোছলেম উদ্দিনের পরিবারের আক্রান্ত অন্যদের মাঝে মোছলেম উদ্দিনের স্ত্রী, দুই মেয়ে, বড় মেয়ের স্বামী, বড় মেয়ের তিন ছেলে ও দুইজন কাজের মেয়ে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বুধবার (১০ জুন) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত করোনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ থাকার তথ্য উঠে আসে।
এর আগে গত ৯ জুন মোছলেম উদ্দিন ও পরিবারের অন্যান্য সদস্যরা ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss