spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবে চাকুরি স্থায়ীকরণে : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য বিভাগের অস্থায়ী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরকে চাকুরী প্রবিধানমালা বাস্তবায়নের আওতায় স্থায়ীকরণ করা হবে। এক্ষেত্রে কোভিড আইসোলেশন সেন্টারে কর্তব্য পালনকারীদেরকেই অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার (১৩ জুন) চসিক পুরাতন কার্যালয়ে আইসোলেশন সেন্টারে দায়িত্ব প্রদানকৃত স্বাস্থ্য বিভাগের ১৬ জন ডাক্তার, ৫ জন নার্স, ১৪ জন ল্যাব টেকনেশিয়ান, প্যারামেডিক, ফার্মাসিস্ট, ১১ জন স্বাস্থ্যকর্মী ও ৬ জন নমুনা বুথ কর্মীর সাথে মত বিনিময়ে মেয়র এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মেয়র বলেন, দায়িত্বপ্রাপ্তদেরকে তিনদিনের প্রশিক্ষণ দেয়া হবে। দিন দিন কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আইসোলেশন সেন্টার বৃদ্ধির প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। এই বাস্তবতার নিরিখে চসিকের উদ্যোগে আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।

চসিকের শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা সেলিম আকতার চৌধুরী, আইসোলেশন সেন্টার পরিচালক ডা সুশান্ত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss